হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় শিল্প ও পণ্য মেলায় গাছের চারা বিতরণ করছে বিডি ক্লিন
তারিখ: ২৬-মে-২০২৩
স্টাফ রিপোর্টার \

 ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’-এই প্রতিপাদ্য নিয়ে পরিবেশ সুরক্ষায় কর্মসূচী পালন করছে বিডি ক্লিন হবিগঞ্জ। হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় শহরের নিউ ফিল্ডে আয়োজিত শিল্প ও পন্য মেলায় এ কর্মসূচী শুরু হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। ব্যতিক্রমী এ কর্মসূচীতে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক গ্রহণের বিনিময়ে লোকজনকে গাছের চারা দিচ্ছে হবিগঞ্জ পৌরসভা। কর্মসূচীর সার্বিক দায়িত্ব পালন করছে বিডি ক্লিন। হবিগঞ্জ শিল্প ও পণ্য মেলায় এই কর্মসূচী পালনের জন্য একটি ষ্টল বরাদ্দ নেয়া হয়। ওই ষ্টলে দর্শনার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন শ্লোগান সাটানো হয়। শ্লোগানগুলোর মধ্যে রয়েছে ‘প্লাস্টিক বোতল দিন, পরিবেশ বন্ধু গাছ নিন’, ‘অভ্যাস বদল করুন, যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করুন’ ইত্যাদি। এ কর্মসূচীতে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। মেলা শেষ হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে হবিগঞ্জ পৌরসভা।