হবিগঞ্জ সদরের বাজারগুলোতে সবজির পাশাপাশি চাষের মাছের দামও আকাশছোয়াঁ। একেতো দেশী প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত। অন্যদিকে এসব চাষের মাছ চড়াও দামে কিনে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে যে ইলিশ মাছ ১৫ দিন আগেও ছিলো ৫শ থেকে ১ হাজার টাকা কেজি, গতকাল শুক্রবার ৮শ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা, পাঙ্গাস মাছ ১শ টাকা থেকে ২শ টাকায়, কার্পো মাছ ২শ টাকা থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকায়, রুই মাছ ২০০ থেকে ৪০০-৫শ টাকায়, চাষের কৈ মাছ ১৫০ টাকা থেকে ৩শ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। এ ভাবে বিভিন্ন প্রজাতির মাছে ১শ থেকে ১৫০ টাকা বেশি নেয়া হচ্ছে। এ ছাড়া এক শ্রেণির ব্যবসায়ীরা ওজনের মাপে কৌশলে কেজিতে ৫০ থেকে ১শ গ্রাম কম দিয়ে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। বাজারের এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবারের লোকজন পড়েছেন চরম বিপাকে।
সরেজমিনে শায়েস্তানগর, চৌধুরীবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শুধু মাছের দামই বাড়েনি, বিভিন্ন প্রকার সবজির দাম বেড়েছে। এ বিষয়ে বাজারের মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।