আজমিরীগঞ্জে শিশু ধর্ষণ,অভিযুক্ত মিহির দাশ গ্রেফতার
তারিখ: ২২-জুলাই-২০২৩
আজমিরীগঞ্জ প্রতিনিধি \

আজমিরীগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনায় মূল আসামী মিহির দাস ওরফে মিহির রঞ্জন দাস (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার কৈয়া (নতুনহাটি) থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিহির রঞ্জন দাস ওই গ্রামের মিষ্ঠলাল দাসের ছেলে।
জানা যায়, উপজেলার বদলপুর ইউনিয়নের কৈয়া (নতুনহাটি) এলাকায় শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ বিষয়ে গত ২০ জুলাই থানায় মামলা রুজু করা হয়। এ বিষয়ে থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মনকে দায়িত্ব দেয়া হয়। এরপর তিনি উল্লেখিত দিন অভিযান চালিয়ে র‌্যাব-৯ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করেন। গতকাল শুক্রবার আসামীকে জিজ্ঞাসা বাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।