চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
তারিখ: ২২-জুলাই-২০২৩
স্টাফ রিপোর্টার \

 চুনারুঘাট উপজেলার নালমুখ গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে দুপুরের দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী। তার ২ সন্তান রয়েছে বলে জানা গেছে।
নির্যাতিতার শশুর জলফু মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঝড়ের সময় তিনি তার পুত্রবধূকে একা বাড়িতে রেখে মাছ ধরতে যান। এ সুযোগে একই গ্রামের এক যুবক ঘরে প্রবেশ করে দুই শিশুকে জিম্মি করে তার পুত্রবধূকে ধর্ষণ করে। এক পর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লম্পট পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে একটি মহল সমাধানে আশ^াস দিয়ে স্থগিত করে রাখা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।