বাহুবলে এক ব্যবসায়ীর ২১ লাখ টাকা নিয়ে পালিয়ে গিয়েও হজম করতে পারেনি রিয়াদ আহমেদ কবির নামে এক কর্মচারী। গতকাল শুক্রবার সকাল ১০টায় আজমিরীগঞ্জ এলাকা থেকে রিয়াদের ছোট ভাই শাওন মিয়ার হস্তক্ষেপে উদ্ধারকৃত টাকা ব্যবসায়ী আইয়ুব আলীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।
জানা যায়, বাহুবল উপজেলা সদরস্থ ভিতর বাজারের আইয়ুব আলী স্টোরে এস.আর পদে কর্মচারী হিসেবে কাজ করতেন একই উপজেলার শিমুলিয়াম চোয়াপুর গ্রামের রিয়াদ আহমেদ কবির নামের এক যুবক। গত বৃহস্পতিবার মার্কেটে টাকা সংগ্রহ করে এবং উত্তোলিত ২১ লাখ টাকা দোকান মালিক আইয়ুব আলীর নিকট সমঝিয়ে না দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় রিয়াদের ছোট ভাই শাওন মিয়ার দৃষ্টি গোচর হয়। পরে সে আজমিরিগঞ্জ এলাকা থেকে রিয়াদের কাছ থেকে ২১ লাখ টাকা উদ্ধার করে ব্যবসায়ীর নিকট টাকা বুঝিয়ে দেয়। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।