হবিগঞ্জবাসীর জন্য বিদায়ী জেলা প্রশাসকের শেষ চিঠি
তারিখ: ২২-জুলাই-২০২৩
আখলাছ আহমেদ প্রিয় \

হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদায়ী জেলা প্রশাসক ইশরাত জাহান। গতকাল শুক্রবার বিদায় লগ্নে তিনি জেলা প্রশাসন হবিগঞ্জ-এর ফেসবুক পেইজে প্রধানমন্ত্রী, জেলার সকল সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন হবিগঞ্জ টিমের সকল সহকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য তুলে ধরেছেন। এতে তিনি সকলকে সালাম জানিয়ে দায়িত্বরত অবস্থায় ভুলত্রæটির জন্য ক্ষমা চেয়েছেন এবং তিনি ও তার পরিবারের প্রতি দোয়া কামনা করেছেন। দৈনিক হবিগঞ্জ সমাচারের পাঠকদের জন্য বিদায়ী জেলা প্রশাসকের হুবহু ফেসবুক স্ট্যার্টাসটি তুলে ধরা হল,  হবিগঞ্জ জেলায় দীর্ঘ ২ বছর ৪ মাস কর্মকাল শেষে আজ আমি ইশরাত জাহান জেলা প্রশাসকের দায়িত্বভার অর্পণ করে এই জেলা থেকে বিদায় নিচ্ছি।
আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি। জেলার সকল মাননীয় সাংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনারসহ সকল সিনিয়র স্যার ও জেলা প্রশাসন, হবিগঞ্জ টীমের সকল স্নেহাষ্পদ সহকর্মীদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।
সকল সম্মানিত জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের সদস্যবৃন্দসহ সকল স্তরের জনগণের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা।
আমার এই কর্মকালে আমার সঙ্গে যারা কাজ করেছেন, সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। নবাগত জেলা প্রশাসকের প্রতি সকলের সহযোগিতা একান্তই কাম্য।
আমার ভুল ত্রæটির জন্য আমি ক্ষমাপ্রার্থী এবং আমি ও আমার পরিবারের জন্য দোয়া প্রার্থী। আমার পরবর্তী কর্মস্থল, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়।