চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ এর মাতা দেওরগাছ ইউনিয়নের ময়নাবাদ গ্রামের বাসিন্দা অলিমা খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না...রাজিউন)। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মৃত্যুকালে ৭ মেয়ে ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন।
এেিদক, মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার শিপা। তিনি সংবাদপত্রে প্রদত্ত এক শোক বার্তায় মরহুমা অলিমা খাতুনের রূহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।