চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ যুবক বাহার মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার ৩নং দেওরগাছ ইউপির ইনাতাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা, একটি অটোরিকশাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবক বাহার উপজেলার ২নং আহম্মদাবাদ ইউপির কালা মÐল গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। বৃহস্পতিবার বিকালে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। বাহার মিয়া পেশায় টমটম চালক। অভিযুক্ত বাহার বলেন, মাদক পাচারকারীরা গাঁজাসহ তার টমটমে উঠে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।