হবিগঞ্জে অটোরিক্সা শ্রমিকদের লাইসেন্স, ভিজিএফ টিসিবি প্রকল্পে অন্তভর্‚ক্তি ও চিকিৎসা ব্যয় হ্রাসের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি
তারিখ: ২-অক্টোবর-২০২৪
প্রেস বিজ্ঞপ্তি \

হবিগঞ্জে অটোরিক্সা চালকদের লাইসেন্স প্রদান, ভিজিএফ-টিসিবি প্রকল্পে অন্তর্ভুক্তি ও স্বাস্থ্য সেবা ব্যয় কমানো সহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় রিক্সা-ভ্যান- ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ডাকে শ্রমিকরা আনোয়ারপুর বাইপাস পয়েন্টে জমা হন। এরপর মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখস্থ নিমতলায় এক শ্রমিক সমাবেশে মিলিত হন। সংগঠনের সভাপতি পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও পলাশ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাহিত্য ও সংস্কৃতিকর্মী সিদ্দিকী হারুন, সিপিবি নেতা রনজন কুমার রায়, সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ ধনু মিয়া, আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আবুল হাসেম, আলমগীর মিয়া, আঃ ছাত্তার, রাহিমুল চৌধুরী, খলিলুর রহমান, সামছুল হক, বজলু মিয়া, রাজন মিয়া, মহিবুর মিয়া, দিলু মিয়া, আলীম উদ্দিন, ফারুক মিয়া, মুজিবুর রহমান খান, মোশাহিদ মিয়া, জজ মিয়া, সেলিম সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগণ বলেন- অটোরিক্সা-ভ্যান-ইজিবাইক প্রত্যেক শ্রমিকের আয়ের উপর নির্ভরশীল একেকটি পরিবার। অবিলম্বে পৌর এলাকার সহ আশপাশের শ্রমিকদের লাইসেন্স, ভিজিএফ-টিসিবি প্রকল্পে নাম অন্তর্ভুক্তি ও চিকিৎসা সেবা ব্যয় হ্রাস করার ব্যবস্থা করার দাবি জানানো হয়।

প্রথম পাতা