বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
তারিখ: ২-অক্টোবর-২০২৪

উৎসবমুখর আয়োজনের মধ্যদিয়ে মঙ্গলবার ব্রি আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি ব্রি আঞ্চলিক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে অফিস ভবনের সামনে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং প্রধান ব্রির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। বক্তব্যে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার ইতিহাস ও খাদ্য নিরাপত্তায় প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন। বক্তব্যের শেষে তিনি প্রতিষ্ঠানটির গৌরবময় অবদান অক্ষুন্ন রাখার নিমিত্তে সকলের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহŸান জানান। আলোচনাসভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জের সাইন্টিফিক অফিসার মোঃ শাহিন আলম। এরপর অফিস ভবন প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উপস্থিত সবাইকে খাওয়ানো হয়। অনুষ্ঠানে সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। ১৯৭০ সালের ০১ অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৮টি হাইব্রিডসহ ১১৫টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটি আধুনিক ধান চাষের জন্য মাটি, পানি ও সার ব্যবস্থাপনার ক্ষেত্রে ৫০টির বেশি উন্নত প্রযুক্তি উদ্ভাবন, ৫১টি লাভজনক ধানভিত্তিক শস্যক্রম উদ্ভাবন ও ৩৪টি কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন ও উন্নয়ন করেছে। এ সমস্ত উদ্ভাবিত ধানের জাত এবং প্রযুক্তি বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে ব্যবহৃত হচ্ছে।

প্রথম পাতা