এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শচীন্দ্র কলেজের গভর্ণিং বডির সভাপতি মনোনীত
তারিখ: ২-অক্টোবর-২০২৪
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শচীন্দ্র কলেজের গভর্ণিং বডির সম্মানিত সভাপতি হিসেবে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সমাজসেবক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ মনোনীত হন। গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক নং- ওঘঝঙ  (২য়ঔ২৮/০০০৫৩/২০১৭/১৮১০/৩১৫১ এর পরিপত্রে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়। 
এছাড়াও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ তজম্মুল হোসেন চৌধুরীকেও মনোনীত করে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় । 
উল্লেখ্য, মনজুর উদ্দিন আহমেদ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়েরপাড়া এলাকার সভ্রান্ত পরিবারের সন্তান এবং মোহাম্মদ তজম্মুল হোসেন চৌধুরী বানিয়াচং উপজেলার বাগজুড় গ্রামের কৃতি সন্তান।
 নব-গঠিত কমিটিকে শচীন্দ্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

প্রথম পাতা