ঢাকায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত লাখাই উপজেলার রুহিতনশী গ্রামের কারিমুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল, সেক্রেটারি শামছুল হুদা ও ১নং লাখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান কারিমুল ইসলামের স্ত্রীর সাথে সাক্ষাৎ করে সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন।