ছাত্র আন্দোলনে জড়িত থেকেও আসামী নন ছাত্রলীগ নেতা আব্দাল ও জাহেদ
তারিখ: ২-অক্টোবর-২০২৪
’স্টাফ রিপোর্টার \

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগের পক্ষে অবস্থান নিয়ে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দাল মিয়া ও তার ছোট ভাই জাহেদ মিয়া ছাত্রদের উপর গুলি ছুড়লেও তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। এ নিয়ে শহর জুড়ে চলছে নানান আলোচনা। তার কোন নেতার প্রভাব কাটিয়ে মামলা থেকে পাড় পেলে গেলেন আব্দাল মিয়া ও ছোট ভাই জাহেদ মিয়া এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। তারা আন্দোলনে প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র ছাত্রদের উপর নিক্ষেপ করেন। এতে অনেক ছাত্র আহত হয়েছেন। আন্দোলনে রিপন শীল ও মোস্তাক আহমেদ নামে যুবক নিহত হয়েছে। ২টি হত্যা মামলা দায়ের করা হলেও আসামী করা হয়নি আব্দাল ও জাহেদ মিয়াকে। এখন তারা বীরদর্পে দাপিয়ে শহর ঘুরে বেড়াচ্ছেন। অভিযোগ রয়েছে, ৪ আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্রদের প্রতিহত করার জন্য আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ নিয়ে নোয়াপাথারিয়া গ্রামের আশিক মিয়া ছেলে আব্দাল মিয়া ও তার ছোট ভাই জাহেদ মিয়াসহ তাদের পুরো পরিবার সংঘর্ষ করেন। আব্দাল মিয়া প্রকাশ্যে ছাত্রদের উপর গুলি ছুড়েন আর জাহেদ মিয়া টেটাসহ দেশীয় অস্ত্র ছাত্রদের উপর নিক্ষেপ করে। ঘটনার পর ফেসবুকে আব্দাল মিয়ার হাতে থাকা আগ্নেয়স্ত্র ও জাহেদের হাতে থাকা রামদা মহড়ার ছবি ভাইরাল হয়। কিন্তু তাদের হাতে থাকা অস্ত্রের ছবি ভাইরাল হওয়ার পরও সরাসরি হামলা জড়িত থাকার পরও কিভাবে আব্দাল ও জাহেদ মিয়া মামলা থেকে রক্ষা পায়। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

প্রথম পাতা