মিরপুরে দি-হোপ স্কুলে কুয়েত প্রবাসী আবিদ মিয়ার ১ লক্ষ টাকা অনুদান
তারিখ: ২-অগাস্ট-২০২৪
বাহুবল প্রতিনিধি \

\ বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের গেইট ও বাউন্ডারি নির্মাণের জন্য ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব কুয়েত প্রবাসী মোহাম্মদ আবিদ মিয়া। প্রবাসী মোহাম্মদ আবিদ মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর গ্রামের হরমুজ উল্লার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই স্কুলের এক অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি  প্রভাষক আইয়ুব আলীর কাছে অনুদানের টাকা প্রদান করেন কুয়েত প্রবাসী মোহাম্মদ আবিদ মিয়ার ভাতিজা লোকমান আহমেদ। এ সময় ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক আইয়ুব আলী স্কুলের পক্ষ থেকে কুয়েত প্রবাসী মোহাম্মদ আবিদ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, কুয়ত প্রবাসী মোহাম্মদ আবিদ মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্কুল, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন। এছাড়া প্রতিনিয়ত অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা করতে দেখা যায়।

প্রথম পাতা