দি হোম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ২০২৩ইং বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন খাতুনে জান্নাত ফাতেমা। সে যশমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। মেয়ে বৃত্তি পাওয়ায় মা-বাবাসহ সকল আত্মীয় স্বজনরা আনন্দিত। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টায় তার হাতে বৃত্তির সনদ পত্র তুলে দেন প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক আইয়ুব আলী, বিশেষ অতিথি ছিলেন বাহুবল শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, একাডেমী সুপারভাইজার মোঃ সোহেল রানা প্রমূখ। খাতুনে জান্নাত ফাতেমা বলেন, ‘বৃত্তি পাওয়ায় পিছনে আমার মা-বাবার অনেক কৃতিত্ব রয়েছে, আমাকে সাহস জুগিয়েছেন বলে আজ আমি আল্লাহর রহমতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি’।উল্লেখ্য, খাতুনে জান্নাত ফাতেমার পিতা জান্নাত মটরস এর স্বত্বাধিকারী ও শায়েস্তাগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সবুজ একজন সফল ব্যাবসায়ী ও মাতা মোছাঃ আফিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।