হবিগঞ্জ জেলা জুড়ে বাজার নিয়ন্ত্রনকারী সিন্ডিকেট ব্যবসায়ীদের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। মোঃ আব্দুল হাকিম নামের এক ভুক্তভোগী গতকাল এ অভিযোগ করেন। অভিযোগে বলেন, তিনি হবিগঞ্জ জেলার সচেতন একজন নাগরিক। অনেকেরই আয় সীমিত। এই সীমিত আয় দ্বারা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা খুবই কঠিন হয়ে পড়েছে। পবিত্র রমজান মাসে কেনাকাটা নিয়ে হিমসিম খেতে হচ্ছে। দোকানগুলোতে গেলে দেখা যায়, দোকানদারগণ বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটদের দোহাই দিয়ে কৃত্রিম সংকট তৈরি করছেন। দোকানে বিভিন্ন দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় করে থাকেন। এব্যপারে প্রতিবাদ করার কোন সাহস নেই। তাই তিনি অসহায় হয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে বাধ্য হন। এ সকল সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।