বাহুবলে কামাইছড়ায় রাস্তায় গাছ ফেলে গণপরিবহনে ডাকাতির চেষ্টা
তারিখ: ১৭-মার্চ-২০২৫
জুবায়ের আহমেদ, বাহুবল \

 বাহুবল উপজেলার পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে রাস্তায় গাছ ফেলে গণপরিবহনে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল একদল ডাকাত। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় জনতা ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির  একদল পুলিশের সদস্যদের প্রতিরোধে রক্ষা পেলেন শতাধিক যাত্রী সাধারণ। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের কামাইছড়া এলাকায় গ্যাস ফিল্ডের পাশে। এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ১১ টার দিকে একদল মুখোশধারী ডাকাত রাস্তায় গাছ ফেলে গণপরিবহনে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়।