বাগুনীপাড়া হিফ্জুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্র আশরাফুলের স্বর্ণ পদক অর্জন
তারিখ: ১৭-মার্চ-২০২৫
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \

 ‘‘ইশা আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’’ কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ঢাকায় আয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করে স্বর্ণ পদক অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী আশরাফুল ইসলাম। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাগুনীপাড়া গ্রামে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুচারুভাবে পরিচালিত  বাগুনীপাড়া হিফ্জুল কোরআন মডেল মাদরাসার ছাত্র আশরাফুল ইসলাম জেলা ও  বিভাগীয় যাচাই- বাছাই পর্বে উওীর্ণ হয়ে গত ২৩ ফেব্রæয়ারি ঢাকা জাতীয় বায়তুল মোকাররম মসজিদে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে ৫ পাড়া গ্রæপে ২য় স্থান অধিকার করে। এ সময় উপস্থিত সম্মানিত বিচারক মন্ডলী ও অতিথিরা সনদ, স্বর্ণ পদক ও নগদ অর্থ সম্বলিত পুরষ্কার তুলে দেন। এছাড়াও এ মাদ্রাসার অন্য এক মেধাবী ছাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এর মতাদর্শ ভিওিক "কানযুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ" কর্তৃক আয়োজিত প্রথম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে   হাফেজ তায়েফ হাসান জেলা ও বিভাগীয় যাচাই-বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে গত ৯ জানুয়ারি বি- বাড়িয়া জেলার সরাইল উপজেলার লাল শালোক হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে ৫ পাড়া গ্রæপে প্রতিযোগীতায় অংশগ্রহন করে ৫ম স্থান অধিকার করে সনদ, নগদ অর্থ ও হিফজুল কোরআন স্বর্ণ লোগো সংবলিত পুরস্কার অর্জন করে। উক্ত বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ সাকিব আহমদ বলেন, চারদিকে কুরআন এর আলো ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত বাগুনীপাড়া হিফজুল কোরআন মডেল মাদরাসার ছাত্রদের ঈর্ষনীয় সাফল্য আসায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মাদরাসা ছাত্র হাফেজ আশরাফুল ইসলাম এবং তায়েফ হাসান অত্যন্ত মেধাবী ছাত্র। পাশাপাশি অত্র মাদরাসার সমৃদ্ধি ও সফলতার জন্য অভিভাবক,   শুভাকাঙ্খী,  শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি ।