চুনরুঘাটের রাজার বাজার থেকে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- ইকরতলী গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ রুমন মিয়া (২২) এবং পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কামার হাওলা গ্রামের মনির মোল্লার ছেলে মোঃ মাসুক মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে দশ কেজি গাজা ও গাজা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এর আগে রবিবার তাদেরকে গ্রেপ্তার করে থানার উপপরিদর্শক (এসআই) বিমল কান্তি দেব ও এএসআই জাকির হোসেন সহ একদল পুলিশ রাজার বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি নুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজার বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।