হবিগঞ্জ সদর উপজেলার উত্তর তেঘরিয়া গ্রামে খোয়াই নদীতে ডুবে জিসান (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ভ্যানচালক শহীদ মিয়া ছেলে। গতকাল দুপুরে জিসাব অন্য দুটি ছেলের সঙ্গে বাড়ির পাশে খোয়াই নদীর পড়ে বসে খেলা করছিল। এ সময় খেলার সময় নদীতে ঝাঁপ দেয়। অনেক সময় অতিবাহিত হওয়ার পর তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা জিসানকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা সে চূরাবালিতে আটকা পড়ে। প্রতিবছরই একই স্থানে কেউ না কেউ নদীতে গোসল করতে নামলে মারা যায়। সদর থানার এসআই জয়পাল সুরতহাল শেষে বিনাময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।