শহরে মোবাইল চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে মারধর
তারিখ: ১৭-মার্চ-২০২৫
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ শহরের কালিবাড়ি রোড এলাকায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মোঃ লাইছ মিয়া নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শ^শুড় বাড়ির লোকজনের সাথে বিরোধ থাকায় ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে মোবাইল চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করেছেন কোহিনুর মিয়া ও তার লোকজন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। 
এদিকে, এ ঘটনায় নির্যাতিত মোঃ লাইছ মিয়া বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, উপজেলার জয়নগর গ্রামের মোঃ মুলকুছ মিয়া (৪৫), মোঃ আবু মিয়া (৬০), মোঃ একলাছ মিয়া (৩০), মোঃ এমরান মিয়া (৩৫), মোঃ তারেক মিয়া (২৫), মোঃ সাব্বির মিয়া (২০) ও বানিয়াচং উপজেলার শাহাপুর গ্রামের আহাদ মিয়ার ছেলে মোঃ কোহিনূর মিয়া (৩০)। 
মামলা সূত্র জানায়, হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামে নানা বিষয়ে নিয়ে মোঃ আছন মিয়ার ছেলে মোঃ লাইছ মিয়া ও তার পরিবারের লোকজনের সাথে শত্রæতা তৈরী করেছে আসামীরা। আসামীরা বিভিন্ন বিষয় নিয়ে তার ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। গত ১৪ মার্চ আসামীরা তাদের গরু দিয়ে লাইছ মিয়ার পরিবারের ফসলের ক্ষতি করে। এ নিয়ে আসামীদের সাথে লাইছ মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই দিন সকাল সাড়ে ৮ টায় আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া বসত ঘরের বেড়া, দরজা ও জানালা ভাংচুর করে আরও ৪৫ হাজার টাকার সক্ষতিসাধন করে। এ ঘটনায় আহত লাইছ মিয়ার মাসহ অন্যান্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, শ^শুড় বাড়ির লোকজনের সাথে লাইছ মিয়ার বিরোধ থাকায় ক্ষিপ্ত হয়ে উঠে 
বানিয়াচং উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা কোহিনুর মিয়া। দুপুরে সে লাইছ মিয়াকে ফোন করে চৌধুরী বাজার আসার জন্য বলে। এতে লাইছ মিয়া ওই দিন দুপুরে শহরের কালীবাড়ি এলাকায় আসলে পূর্ব থেকে উৎপেতে কোহিনুর ও তার লোকজন মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এ সময় তার কাছ থেকে কোহিনুর ও তার লোকজন নগদ ১৫ হাজার ৫শ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহনের প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।