বাহুবলে ৪ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় আটক ১
তারিখ: ১৭-মার্চ-২০২৫
জুবায়ের আহমেদ, বাহুবল \

 বাহুবলে ৪ বছরের শিশুকে বলৎকারের অভিযোগে মোঃ আবিদিন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। গত শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১টার দিকে উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া (কোনা ডুবাঐ) গ্রামের ৪ বছরের অবুঝ শিশুকে চকলেট খাওয়ার কথা পাশ্ববর্তী এক জমিতে নিয়ে যায় ভাটপাড়া কোনা ডুবাঐ গ্রামের মোঃ আবিদিন (১৩)। এক পর্যায়ে আবিদিন ঐ শিশুকে জোরপূর্বক বলাৎকার করলে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। পরে শিশুটির অভিভাবকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রবিবার ঘটনাটি জানাজানি হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ভাটপাড়া এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে আবিদিনকে আটক করতে সক্ষম হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।