বাহুবলে চাঁদাবাজি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী অনু গ্রেফতার
তারিখ: ৪-ফেব্রুয়ারী-২০২৫
স্টাফ রিপোর্টার \

 বাহুবলে চাঁদবাজির মামলায় গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত আসামী অনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত দেড় টায় বাহুবল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই উপজেলার পশ্চিম ভাদেশ^র গ্রামের হাজী আবু বক্কর ওরফে আবু মিয়ার ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। 
জানা যায়, গত ১৭ ডিসেম্বর উপজেলার পশ্চিম ভাদেশ^র গ্রামে মোহাম্মদীয় নুরানী মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে প্রবাসী মোঃ আব্দুল জাহেদের কাছে ১ লাখ টাকা চাদা দাবী করে অনু মিয়াসহ তার লোকজন। এ ঘটনার জের ধরে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে অনু মিয়া, আহাদ মিয়া, আকলিছ মিয়া ও এখলাছ মিয়াসহ তাদের লোকজন আব্দুল জাহেদের উপর হামলা চালায়। এতে বাধা দেয়ায় জাহেদ মিয়ার পক্ষের ৭/৮ জনকে মারধর করে আহত করা হয়। তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুল জাহেদ বাদি হয়ে অনু মিয়া ও আহাদসহ তাদের লোকজনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলাটি আদালতের নির্দেশে বাহুবল থানা পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। এতে আসামী অনু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। এ প্রেক্ষিতে বাহুবল থানা পুলিশ অভিযান চালিয়ে অনু মিয়াকে গ্রেফতার করে। 
এদিকে, তাকে পুলিশ গ্রেফতার করায় মামলার আসামী আহাদ মিয়া, আকলিছ ও এখলাছসহ অন্যান্যরা বাদিকে হুমকি-ধামকি দিচ্ছে। মোবাইল ফোনে কল দিয়ে প্রাণ নাশের হুমকিও দেয়া হয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদি মোঃ আব্দুল জাহেদ ও তার লোকজন। আসামীদের দ্রæত গ্রেফতার করার দাবী জানিয়েছেন তিনি।