বিএনপি নেতা সৈয়দ শাহজাহানের বহিস্কারাদেশ প্রত্যাহার
তারিখ: ২২-নভেম্বর-২০২৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

 হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এফ এ এম শাহজাহানের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। গত ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে এসএফএএম শাহজাহানকে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয় হয়েছে।

প্রথম পাতা