স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- প্রতিটি এলাকার মানুষ বাংলাদেশের নাগরিক। জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। কিন্তু লাখাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে এসে মনে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাস্তাঘাটের উন্নয়ন করার মত কেউ ছিল না। এই অঞ্চলের মানুষকে এখনো মাটির রাস্তায় কাদা মাড়িয়ে চলাচল করতে হয়। এই অঞ্চলের মানুষ শুধু ভোটই দিয়েছে, কিন্তু কোনো উন্নয়ন হয়নি। আওয়ামীলীগ মানুষকে বোঁকা বানিয়ে ধোঁকা দিয়ে ভোট নিয়েছে, কিন্তু কোনো উন্নয়ন করেনি। তিনি গতকাল শুক্রবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- আমরা দেশকে ভালবাসি, আমরা যারা বিএনপি করি আমরা দেশের মানুষকে ভালবাসি। আমরা এই দেশে জন্মেছি, এই দেশেই থাকতে চাই। মানুষের মধ্যে থেকে মানুষকে নিয়েই বিএনপির রাজনীতি। আওয়ামীলীগ মানুষকে অত্যাচার নির্যাতন করেছে বলেই আজ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কেউ কেউ দেশ ছাড়া। আওয়ামীলীগের এই পরিণতি তাদের কর্মের ফল।
তিনি বলেন- আওয়ামীলীগ বড় বড় কথা বলে। ১৯৭১ সালে আওয়ামীলীগ পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, এই আওয়ামীলীগ শেখ মুজিবের মৃত্যুর পর ভারতে আশ্রয় নিয়েছিল, এই আওয়ামীলীগ ২৪ এর গণঅভ্যূত্থানের পর আবারও ভারতে আশ্রয় নিয়েছে। কিন্তু বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী রাজনৈতিক দল। বিএনপি জীবন দিতে জানে কিন্তু পালিয়ে যাওয়ার ইতিহাস নেই।
জি কে গউছ বলেন- আমি বিএনপির ৪০ বছরের পুরাতন কর্মী। এই দলের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। আমাকে জনগণ থেকে আলাদা করতে আওয়ামীলীগ অনেক চেষ্টা করেছে। তারা আমার জীবন থেকে ১৫১৭টি দিন কেড়ে নিয়েছে, আমাকে কারাবন্দি করে রেখেছে, কারাগারে আমাকে হত্যার চেষ্টাও করেছে। কিন্তু আওয়ামীলীগ চূড়ান্তভাবে সফল হয়নি। কারণ আমার সাথে ছিল মহান আল্লাহর দয়া আর জনগণের দোয়া ও ভালবাসা।
তিনি বলেন- ভোট বাংলাদেশের একটি অন্যতম উৎসব। ভোট আসবে মাঠে ঘাটে চায়ের স্টলে দোকানে আলাপ আলোচনা হবে, নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিবে, সবাই ভোট দিতে আসবে, একত্রিত হবে, এটাই ছিল আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। কিন্তু আওয়ামীলীগ এই ভোটের উৎসবকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের আমলে দেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। মানুষ অধির আগ্রহে অপেক্ষার করছে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
হাজী আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং ডাঃ মহিউদ্দিন তালুকদার ও এমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিক মিয়া তালুকদার, ২নং ওয়ার্ড বিএনপির আমীর আলী তালুকদার, নুর আলম খান, শিব্বির খান, শামছু মিয়া খান, হোসাইন খান, নাজমুল তালুকদার, আব্দুল্লাহ মিয়া, ডাঃ তমিজ উদ্দিন, তাজুল ইসলাম, শামীম খান প্রমুখ।