বাহুবলের কাশিপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী আহত
তারিখ: ২২-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

  বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের কাশিপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আয়েশা আক্তার নামের এক মহিলা গুরুতর আহত হয়েছেন। আহত আয়েশাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। 
জানা দীর্ঘদিন ধরে কাশিপুর গ্রামের বাসিন্দা লামাতাশী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মানিক মিয়ার সাথে একই গ্রামের আওয়ামীলীগ নেতা শহীদ মিয়া গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা মোকাদ্দমা চলছে।
গত মঙ্গলবার বেলা দুইটার দিকে মানিক মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শহীদ মিয়ার বাড়ির পাশে আসলে শহীদ মিয়াসহ তার লোকজন মানিক মিয়ার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় মানিক মিয়াকে বাঁচাতে আব্দুল করিম, ফরিদ মিয়া, কতুব মিয়া, পারভীন আক্তার এগিয়ে আসলে তাদের উপর হামলা করেন শহীদ মিয়া লোকজন। এতে ৫জন আহত হন। এর মধ্যে আহত ১ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনার সূত্র ধরে গত বৃহস্পতিবার আব্দাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার বোনের বাড়ি থেকে যাওয়ার পথে তার উপরও অতর্কিত হামলা চালায় শহীদ মিয়ার লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আবারো বড় ধরণের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম পাতা