৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল
তারিখ: ২২-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-বাংলাদেশের আপামর জনসাধারন প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়ন করে রাষ্টের কাঠামো সংস্কার করতে অবশ্যই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফার কোনো বিকল্প নেই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।
বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপিকে ধ্বংস করার জন্য শত শত নেতাকর্মীকে খুন-গুম করেছিল। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করে লক্ষ লক্ষ নেতাকর্মীদের অন্ধ্যকার করাগারে নিক্ষেপ করেছিল। এমন কি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায়ে বছরের পর বছর কারাগারে আটক করে রেখেছিল। বিদেশে চিকিৎসা করতে দেয়নি।
এদেশের মানুষের ধানের শীষেই আস্থা। দেশের মানুষ ধানের শীষ ও বিএনপিকেই পছন্দ করে। বিএনপি ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করে না। বিএনপি এই দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি এই দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই বাংলাদেশের মানুষ বিএনপিকে মূল্যায়ন করতে ভুল করবে না। আগামী নির্বাচনে বিএনপি এককভাবেই রাষ্ট্রক্ষমতায় যাবে এবং তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
শুক্রবার বিকালে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের এবং তার সমর্থনে নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা গুলো বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন-চুনারুঘাটের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক যুগ যুব ধরে।এই সম্পর্ক কোন কিছুর বিনিময়ে সৃষ্টি হয়নি। এটা আমার বাবা মরহুম সৈয়দ সঈদউদ্দিন সাহেব এর আমল থেকে সুষ্টি হয়েছে। এ সম্পর্কের খাতিরে চুনারুঘাটের মানুষ আমাদের পরিবারকে সমর্থন দিয়ে আসছে। আজ শহীদ রাষ্টপতি জিয়ার রহমানের প্রতীক ধানের শীষ বিএনপির চেয়ারপার্সনবেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জ-৪ এর খাদিম হিসাবে সৈয়দ মোঃ ফয়সল ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হল এলকার সম্মান রক্ষার্থে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করা।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন-আমার পিতা সৈয়দ মোঃ ফয়সল সাহেব ৩৫ বছর ধরে মাধবপুর-চুনারুঘাট উপজেলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছেন। যে সময়ে আমাদেরকে সময় দেয়ার কথা সেই সময়ে দু’উপজেলার উন্নয়ন করার জন্য ছুটাছুটি করেছেন। আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা সব সময় মানুষের পাশে থাকি।তাই শেষ বয়সে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছেন। নিরাশ করিয়েন না। আপনাদের মূল্যবান ভোট দিয়ে উনাকে বিজয়ী করেন। মাধবপুর-চুনারুঘাট উপজেলার উন্নয়নে উনার পাশাপাশি আমরা দু’ভাই ও পরিবার নিরলস ভাবে কাজ করব ইনশাল্লাহ।
ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুকিত এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামছু, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সালেহ মোঃ শফিকুর রহমান, উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সরকার মোঃ শহিদ চেয়ারম্যান, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ প্রমুখ।

প্রথম পাতা