স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেছেন। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তিনি রিকশা মার্কায় সকলের কাছে ভোট দোয়া সহযোগীতা কামনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল বাছির, হাফেজ তাজুল ইসলাম রাজাপুরী, মাওলানা ফজলুর রহমান, ফজলুল হক, মাওলানা মুখলেসুর রহমান, মাওলানা আলামিন, হাফেজ মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা মাহবুবুল আলম মাহমুদ, মাওলানা কাউসার আহমদ ইকরামী, মাওলানা শামীম আহমদ, মাওলানা আব্দুল মুত্তালিব, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।