স্টাফ রিপোর্টার ॥ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে একদল পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এর মাঝে আছে নিয়মিত, পরোয়ানাভুক্ত, ডেভিলসহ বিভিন্ন মামলার আসামি। গতকাল শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, অভিযান নিয়মি চলবে।