জেলার বিভিন্ন সরকারী দপ্তরের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ!
তারিখ: ২২-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জেলা সদরসহ ৯ উপজেলায় বিভিন্ন দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের অব্যাহত রয়েছে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে সেবা পেতে হয়রাণী বা দুর্নীতির শিকার হয়েছেন এমন নাগরিকরা অভিযোগ দায়ের করছেন। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত দুুর্নীতি দমন কমিশন (দুদক)-এর বুথে সরাসরি অভিযোগ দায়ের চলমান থাকবে। একই দিন জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে গণশুনানি করবে দুদকের হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়। এতে দুুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে গণশুনানি করবে দুদকের হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়। এতে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।
হবিগঞ্জ জেলা দুদক কার্যালয় সূত্র জানায়, হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে অভিযোগ গ্রহণ বুথ ও ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি করে অভিযোগ বাক্স রাখা হয়েছে। সদর বুথের প্যান্ডেলে প্রতিদিন দুদকের কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযোগ গ্রহণ করছেন। এছাড়াও সংস্থাটির জেলা কার্যালয়েও জেলা শহরের ভোক্তভোগীরা অভিযোগ দেয়ার সুযোগ রয়েছে। সম্প্রতি কয়েকদিন ভোক্তভোগিরা অভিযোগ দায়ের করছেন। ইতিমধ্যে কয়েকটি সরকারী দপ্তরের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অভিযোগ চলবে। এর আগে হবিগঞ্জ পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস, ডিসি অফিস, এসপি অফিস/সদর থানা, ট্রাক্স অফিস, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ অফিস, নির্বাচন অফিস, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে হয়রানী বা দূর্নীতির অভিযোগ থাকলে সরাসরি বুথে যোগাযোগ করার আহ্বান করে দুদক হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয়।   
জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শোয়ায়েব রহমান বলেন, ‘৯ উপজেলায় অভিযোগ গ্রহণ করা হচ্ছে। আগামী ২৪ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে শুনানি হবে। তিনি বলেন, প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই-তদন্ত করা হবে’।

প্রথম পাতা