বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে ট্রাক্টর বালু জব্দ, জরিমানা
তারিখ: ২৭-নভেম্বর-২০২৫
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে ফয়জাবাদ চা বাগান সংলগ্ন হরিতলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম। এসময় অবৈধভাবে উত্তোলনকৃত ১০০ ঘনফুট বালু এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার মুচলেকা গ্রহণ করা হয়। অভিযানে বাহুবল মডেল থানার একটি পুলিশ টিম সহযোগিতা প্রদান করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।