নবীগঞ্জে খেলাফত মজলিসের এমপি প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরীর গণসংযোগ
তারিখ: ২৭-নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন। গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি নবীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় তিনি রিকশা মার্কায় সকলের কাছে ভোট দোয়া ও সহযোগীতা কামনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওঃ ছালেহ আহমদ কামালপুরী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা শাখা, মাওঃ আবু ছালেহ সভাপতি ১২নং কালিয়ারভাঙা ইউনিয়ন, মাওঃ আবুল হাসান সেক্রেটারি ১২নং কালিয়ারভাঙা ইউনিয়ন, মুফতি ফরহাদ সভাপতি যুব মজলিস নবীগঞ্জ উপজেলা, হাফেজ জামিল আহমদ চৌধুরী সহ-সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা, মাওঃ ইব্রাহিম সদস্য নবীগঞ্জ উপজেলা, মাওঃ আবুল কাশেম সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ উপজেলা, মাওঃ আবদুল্লাহ আল মামুন সাংগঠনিক ৭নং করগাঁও ইউনিয়ন, হাকিম আব্দুল কাইয়ুম, হাকিম আলাউর রহমান, মোঃ হাবিবুর রহমান রাসেল আহ্বায়ক বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নবীগঞ্জ উপজেলা।