হবিগঞ্জে ড্যাব এর সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
তারিখ: ২৭-নভেম্বর-২০২৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

সারা দেশের ন্যায় হবিগঞ্জে গতকাল ২৬ নভেম্বর দুপুর ১২টায় স্থানীয় দি হবিগঞ্জ ফুড ভিলেজ রেস্টুরেন্টে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) (৩য় পাতায় দেখুন) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহের কার্যক্রম শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ মাহমুদুল হাসান চৌধুরী তারেক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডাঃ শাকিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডাঃ নাফী মাহদী। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ সমর কুমার ঘোষ, ডাঃ মোঃ জহুরুল ইসলাম, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডাঃ মোঃ বাবুল আক্তার, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস, ডাঃ মোঃ সোলাইমান মিয়া, ডাঃ মোঃ আবু নাইম মাহমুদ হাসান, ডাঃ মীর মঈন উদ্দিন ইমন, ডাঃ মোঃ মহিবুল ইসলাম তুহিন। এছাড়াও অন্যান্য চিকিৎসকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ পরেশ দেব নাথ, ডাঃ মোঃ সাইফুর রহমান সোহাগ, ডাঃ তানভীর রব শুভ, ডাঃ এস এম তারেক আল হুসাইনি, ডাঃ দেওয়ান মোঃ ছামিরুজ্জামান ফরহাদ, ডাঃ আহমেদ সাদী তালুকদার প্রমুখ। প্রধান অতিথি ডাঃ শাকিলুর রহমান তার বক্তব্যে বলেন সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করার জন্য ড্যাবের সকল চিকিৎসকবৃন্দকে সচেষ্ট থাকতে হবে।