স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। সভায় ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জরুরী বিজ্ঞপ্তি ব্যাপক প্রচারের উপর গুরুত্বারোপ করা হয়। প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনা সম্পর্কে সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মীদের সমন্বয়, উপযুক্ত প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার ব্রিগেড, রেড ক্রিসেন্ট, স্কাউট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।