প্রেস বিজ্ঞপ্তি ॥
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নিরাপদ এগ্রো কেয়ার’ অংশগ্রহণ করে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার। উপজলো প্রাণসিম্পদ কর্মকর্তা, (ভা.প্রা.) ডা. শান্তনু আচার্য’র সভাপতিত্বে ও প্রাণসিম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম এর সঞ্চালনায় এ প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজলো কৃষি অফসিার রুহুল আমিন। অন্যান্যদরে মধ্য উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার রপিন হোসেন, উপজলো শিক্ষা অফিসার মুহাম্মদ রফিকুল ইসলামসহ প্রমুখ।
প্রদশর্নীতে দেশীয় জাতের গরু, ছাগল, ঘোড়া, হাঁস-মুরগি, টার্কি কবুতর, টিয়া পাখিসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি স্থান পায়। প্রদশর্নীতে ৩০টি স্টল পরিদর্শন করে বিচারক কমিটি ৬টি ক্যাটাগরীতে মোট ১৮টি পুরস্কার ও সবাইকে সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতে প্রযুক্তি নির্ভর উন্নয়ন এখন সময়ের দাবি। দেশীয় জাত সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে। সরকার খামারি বান্ধব বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ ধরনের প্রদর্শনী মাঠ পর্যায়ে তার সুফল ছড়িয়ে দেবে।
সংশ্লিষ্ট উপজেলার খামারীরা দৃষ্টিনন্দন স্টল নিয়ে প্রদর্শণীতে অংশগ্রহণ করেন। প্রদর্শণীর লক্ষ্য ছিল দুগ্ধ ও পোল্ট্রি খামারীদের উৎসাহিত করে প্রোটিনের চাহিদা মেটাতে বেসরকারি খাতকে আরোও সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসতে সহয়তা করা। আয়োজকদের মতে, প্রদর্শনীটি তৃণমূল পর্যায়ের কৃষকদের জন্য মেগা কোম্পানীগুলোর সাথে একই জায়গায় তাদের পশুপাখি উৎপাদন ও বিক্রি করার সুযোগ সৃষ্টি করবে।