নবীগঞ্জে দুই রেস্টুরেন্টকে ৯০ হাজার টাকা জরিমানা
তারিখ: ২৭-নভেম্বর-২০২৫
এম.এ মুহিত,নবীগঞ্জ ॥

 নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনসহ একাধিক ত্রুটির অভিযোগে দুটি রেস্টুরেন্টকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি ইউনিয়নের জেবা রেস্টুরেন্ট ও হাসিখুশি রেস্টুরেন্টে পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় রেস্টুরেন্ট দুটি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করছে। প্রতিষ্ঠানগুলোর কোনোটিরই ট্রেড লাইসেন্স নেই, কর্মীদের স্বাস্থ্য সনদও নেই। এছাড়া মেয়াদোত্তীর্ণ তেল ও বিভিন্ন সস ব্যবহার, একই ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখা এবং অপরিষ্কার পরিবেশে খাবার প্রস্তুতের মতো গুরুতর অনিয়ম পাওয়া যায়। অভিযান চলাকালে কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগও উঠে আসে। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেবা রেস্টুরেন্টের মালিক মো. লুবন মিয়াকে ৪০ হাজার টাকা এবং হাসিখুশি রেস্টুরেন্টের মালিক বেলাল আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।