জাকারিয়া চৌধুরী/
লটারীর মাধ্যমে হবিগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মোছা. ইয়াছমিন খাতুন। গতকাল বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে পদায়ন করা হয়। বর্তমানে তিনি মানিকগঞ্জের পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকা এন্টি টেররিজম ইউনিট ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপারসহ একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, পদায়নের পর আগামী দু’এক দিনের মধ্যেই তিনি হবিগঞ্জে যোগদান করবেন। এর আগে হবিগঞ্জে গৌতম কুমার দাসকে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। যদিও পরবর্তীতে তা স্থগিত করা হয়। এরপর গতকাল লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মোট ৬৪ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। সেই তালিকার অংশ হিসেবেই মোছা. ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জে পদায়ন করা হয়ে।
ইয়াছমিন খাতুন শিক্ষাজীবনে পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে গমন করে একটি উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে পূর্ববর্তী কর্মস্থলগুলোতে তিনি প্রশংসিত হয়েছেন।