চুনারুঘাট প্রতিনিধি ॥
চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মোঃ আব্দুর রউফ (৫৫) পৈত্রিক সম্পত্তি দখল, হামলা, হুমকি ও জীবননাশের আশঙ্কায় পরিবারসহ নিরাপত্তাহীন জীবনে আছেন এমন অভিযোগ তুলে সোমবার (২২ নভেম্বর) রাতে চুনারুঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, তাদের পিতা মৃত আব্দুল গফফারের ১০ একর ৫৭ শতক জমি এস.এ রেকর্ড ও মাঠ জরিপে তাদের নামেই নিশ্চিত হয়। কিন্তু একই গ্রামের হেলাল, দুলাল, এনাম, ইমরান, ইমন, সুমনসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে এ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। আব্দুর রউফ বলেন, ট্রাইব্যুনালে তাদের পক্ষে রায় হলেও প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে জবরদখল, গাছ কাটা ও হত্যার হুমকি দিতে থাকে। ২০২১ সালে দায়ের করা মামলায় কিছু অভিযুক্ত গ্রেফতার হলেও জেল থেকে বেরিয়ে এসে তারা পুনরায় হামলা ও হুমকি দেয়।
তিনি দাবি করেন, বিবাদী ইমরান এর আগেও জমি নিয়ে তার নিজের বাবাকে হত্যা করেছিলেন। ২০২০ সালে তার ভাইকেও হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন যারা নিজের বাবাকেই হত্যা করতে পারে, তাদের কাছে আমরা কীভাবে নিরাপদ আমরা আমাদের পৈত্রিক ভিটায় ফিরতে চাই। তিনি প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।