স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল নানু মিয়ার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টায় দরিয়াপুর ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, (৩য় পাতায়) সদস্য সিদ্দিক আলী, শফিকুর রহমান ও হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক মোঃ মর্তুজ আলী প্রমূখ।