আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন- সৈয়দ ফয়সল
তারিখ: ১-ডিসেম্বর-২০২৫
মাধবপুর প্রতিনিধি ॥

 হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বিএনপির চেয়ারপার্সন, সাবেক সফল প্রধান মন্ত্রী. জাতীয়তাবাদের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে অশ্রুসজল নয়নে বলেন-হে মহান আল্লাহ, আপনি রহমানুর রাহিম। আপনার অপার রহমতে দেশের সবচেয়ে জনপ্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয় ও অহংকার, বেগম খালেদা জিয়াকে শেফায়ে কামেলা দান করুন। তাঁর সকল ব্যথা ও কষ্ট লাঘব করে দিন এবং তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিন। রবিবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর কলেজ মাঠে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
তিনি আরও বলেন এদেশে গনতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুম, অত্যাচার সহ্য করেছেন। মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে উনাকে তীলে তীলে হত্যা করতে চেয়েছিল। কোন চিকিৎসা করতে দেয় নাই। খালেদা জিয়া আমাদের আশা, আকাঙ্খা ও অনুপ্রেরণার বাতিঘর। মা, মাটি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিকামী গণমানুষের জীবন্ত প্রতিচ্ছবি, খালেদা জিয়া বাংলাদেশের জন্য এক অপরিহার্য নাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার আপসহীন সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত কণ্ঠস্বর এখনও জাতির জন্য বড্ড বেশি প্রয়োজন।
তিনি আমাকে অনেক স্নেহ ও মায়া করতেন। চার চার বার তিনি আমাদের এখানে এসেছেন। জীবনের ১ম তিনি আমার হাতে ১৯৯১সালে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন। আবার ২০২৫ সালে তিনি এবং তারেক রহমান সাহেব ধানের শীষ তুলে দিয়েছেন। উনার কাছে আমি ও আমার নিবার্চনী এলাকাবাসী ঋনি। তাই আমার নির্বাচনী এলাকার সর্বস্থরের জনসাধারণকে অনুরোধ করব প্রতি ওয়াক্ত নামাযের পর প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে-সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান-বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের মাতৃতুল্য নেত্রীর জীবন সংকটাপন্ন। এ অবস্থায়, তার সুস্থতার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন জাতির এই সংকটময় মূহূর্তে বেগম খালেদা জিয়ার মধ্যে একজন শক্তিশালি নেত্রীর খুবই প্রয়োজন। আমার বিশ্বাস অতীতেও অনেক বিপদ-আপদ থেকে মহান রাব্বুল আলামিন উনাকে হেফাজত করেছেন। এবার মহান রাব্বুল আলামিন উনাকে সুস্থ্য করে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। আমরা সকলে আল্লাহর কাছে উনার সুস্থ্যতার জন্য দোয়া করি।
ধর্মঘর ইউনিয়নের সভাপতি বজলুর রহমান ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদুর রহমান মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদকও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দুলা মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধরী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। বিএনপি নেতা সাদেক হোসেন, সোহরাব মেম্বার, মামুন মেম্বার, জমশেদ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহবায়ক কবির চৌধুরী, শ্রমিক দলের সদস্য সচিব লিটন পাঠান প্রমুখ। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।