প্রেস বিজ্ঞপ্তি ॥
গতকাল রবিবার ৩০ নভেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা কার্যালয়ে জেলা সভাপতি, হবিগঞ্জ সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি শামছুল হুদার পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান, সেক্রেটারি কাজী মহসিন আহমেদ, জয়েন্ট সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি এডভোকেট সারওয়ার রহমান চৌধুরীর শামিম, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা শিবিবর আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমদ সাদিক, জয়েন্ট সেক্রেটারি মুফতি তুফাজ্জল হক, খেলাফত আন্দোলন হবিগঞ্জ জেলা সেক্রেটারি হাকিম মাওলানা সিরাজুল ইসলাম, নেজামে ইসলাম পার্টি হবিগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ রাসেল, সিলেট মহানগরের সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ খান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার আল মনোয়ার প্রমুখ। আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেলকে ৮ দলীয় হবিগঞ্জ জেলা সমন্বয়ক করে ১৬ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। সভা শেষে ৮ দলীয় জেলা সমন্বয়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল আগামী ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশের কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদেরকে অবহিত করেন। ১,২,৩, ডিসেম্বর প্রতি উপজেলায় নিজ নিজ দলীয়ভাবে লিফলেট বিতরণ, ৪ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গনে ৮ দলীয় যৌথ সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।