খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নবীগঞ্জে যুবদল ও ছাত্রদলের দোয়া মাহফিল
তারিখ: ১-ডিসেম্বর-২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি ॥

 বিএনপির চেয়ারপারসন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোশাহিদ আলম মুরাদ এর আয়োজনে হোটেল হাশেমবাগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন । 
এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, উলামা দলের সভাপতি শোয়াইব আহমেদ চৌধুরী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকাশ মিয়া, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা নুরুল গনি সোহেল, হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুবায়ের আহমেদ সুমন, যুগ্ম আহবায়ক  ডালিম চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক আলমগীর মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিব আহমেদ, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, উপজেলা যুবদলের সদস্য জাকারিয়া চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম জাকারিয়া আহমেদ, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, উপজেলা যুবদলের সদস্য ফরহাদ আহমেদ, যুবদল নেতা শাহ জাহান আহমেদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী নাবেদ মিয়া, সোহেদ মিয়া, রুবেল আহমেদ, সেলু মিয়া, যুবদল নেতা মাহবুব আবেদীন মোহন, মুসা মিয়া, রাহেল আহমেদ, বসর মিয়া, আবুল কালাম, শাহীন মিয়া, তারেক আহমেদ হিরু, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোঃ আলাল মিয়া, আখলাক আহমেদ, রুপক মিয়া,ঝিনুক আহমেদ, তারেক আহমেদ, পৌর জাসাসের সাবেক সিনিয়র সহসভাপতি সাবের মিয়া,নাজু মিয়া প্রমূখ।
এ ছাড়াও দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।