সাংবাদিকদের সঙ্গে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
তারিখ: ১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, বিগত তিনটি সময়ে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, এটি পাগলের খেলা ছাড়া আর কিছুই না। এদেশের মানুষ গত ১৬ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। গতকাল রোববার (৩০ নভেম্বর) সকালে সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ডিসি আরেফীন বলেন, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চান। তাই আমরাও মাঠ পর্যায়ে সেই নির্বাচন বাস্তবায়নের জন্য পুরোপুরি প্রস্তুত। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কাজ করবে।
এ জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনসংক্রান্ত যে কোন তথ্য আমাদের কাছে চাইলেন পাবেন। আমরা নির্বাচনে সকলের অংশগ্রহণ চাই। তবে যেসব ফ্যাসিস্ট নির্বাচনকে বানচাল করতে চাইবে তাদের ব্যাপারে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী প্রস্তুত আছে। কোনো ষড়যন্ত্র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বানচাল করতে পারবে না। কোচিং সেন্টার বাণিজ্য নিয়ে জেলা প্রশাসক বলেন, জেলার সব কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান করা হবে। যাতে করে স্কুল চলাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধ থাকে। প্রত্যেক ছেলে মেয়ে যেন স্কুলমুখী হয়। মতবিনিময় সভায় হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।