নবীগঞ্জ-বাহুবলবাসীর প্রতি আহ্বান ॥ উন্নয়নমুখী প্রার্থী নির্বাচন করুন- এ কে আজাদ কনর
তারিখ: ১-ডিসেম্বর-২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি ॥

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর সম্ভাব্য সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী আলোচনা জোরদার হয়েছে নবীগঞ্জ-বাহুবল এলাকায়। এ সময় এলাকাবাসীর কাছে গুরুত্বপূর্ণ আহবান জানিয়েছেন "সময়ের আলো" সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ. কে. আজাদ কনর। 
তিনি বলেন, "নির্বাচনে টাকা নয়, কাজ চাই। এমন প্রার্থীকে আমরা ভোট দিতে চাই, যিনি সত্যিকার অর্থে জনগণের উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করবেন।
এ. কে. আজাদ কনর আরও জানান, অন্যতম দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা এশিয়ার বৃহত্তম বিবিয়ানা গ্যাস ক্ষেত্র নবীগঞ্জে অবস্থিত হলেও নবীগঞ্জ-বাহুবলবাসী এখনো গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। ঘরে ঘরে গ্যাস সংযোগ, লোডশেডিংমুক্ত বিদ্যুৎ ব্যবস্থা ও উৎপাদনমুখী শিল্প স্থাপনের দাবি জানান তিনি। এসব দাবি পূরণ হলে এলাকায় বেকারত্ব দূর হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, "নবীগঞ্জে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা জরুরি। স্থানীয় মানুষের দীর্ঘদিনের চাহিদা থাকা সত্ত্বেও এখনো এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রকৃত জনপ্রতিনিধি হলে তিনি এসব বিষয় সংসদে তুলে ধরবেন।"
অতিথি প্রার্থী ও স্বার্থান্বেষী ব্যক্তিদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অনেকেই হঠাৎ এসে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ফায়দা হাসিল করে চলে যান। তাদের সঙ্গে স্থানীয় মানুষের কোনো সম্পর্ক নেই।
এ. কে. আজাদ কনর আরও বলেন, "একটি ভোট আপনার আমানত। এই ভোটের আমানত নষ্ট হলে এলাকার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। এমন প্রার্থীকে নির্বাচিত করুন যিনি মানুষের সুখ-দুঃখ ভাগ করে নেবেন, এলাকায় থাকবেন এবং সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করবেন।"
তিনি মনে করেন, দেশের স্বাধীনতার ৫৪ বছর পরও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। সঠিক নেতৃত্ব এবং সংসদে যোগ্য প্রতিনিধি নির্বাচিত হলে এ অবস্থা বদলে যাবে।
অবশেষে তিনি নবীগঞ্জ-বাহুবলবাসীর উদ্দেশে বলেন, "আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, মানবসম্পদ আছে এখন দরকার সৎ নেতৃত্ব। উন্নত, স্বাবলম্বী এবং সোনার বাংলাদেশ গড়তে এই নির্বাচনে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হবে।