শহরতলীর বহুলা এলাকায় জোরপুর্বক জায়গা দখলের চেষ্টা, হুমকি ধামকি
তারিখ: ১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 শহরতলীর বহুলা গ্রামে মোঃ আব্দুল রফিক নামে নিরীহ এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জোরপুর্বক দখলের পায়তারা করেছে প্রভাবশালী মহল। শুধু দখলের চেষ্টাই করেনি আব্দুল রফিকের ওই জায়গায় রোপনকৃত প্রায় ১ লাখ টাকার ফসলও ধ্বংস করে দিয়েছে তারা। গত গত শনিবার সকালে এই ঘটনা ঘটে। 
জানা যায়- আব্দুল রফিক নামে ওই ব্যক্তি প্রায় ৫৩ বছর যাবত তার পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি মনোয়ারা মনিসহ তাদের লোকজন ওই জায়গাটি দখল করতে মরিয়া হয়ে উঠে। এরই প্রেক্ষিতে মনিসহ তার লোকজন রিপন মিয়া, আছিয়া খাতুন, রমজান আলী, নাজু বেগমসহ তাদের স্বজনরা ওই জায়গাটি দখল করতে যায়। এসময় তারা বাশের খুটি দিয়ে জায়গাটি দখলের চেষ্টা চালায়। এছাড়াও প্রতিপক্ষের হুমকি ধামকিতে নিরাপত্তা হীনতায় রয়েছে নিরীহ পরিবারটি। জানা গেছে- কিছু দিন পূর্বে দখল করতে চাইলে জমির মালিক আদালতের সরণাপর্ন হন এবং মনি গংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যা আদালতে এই  বিষয়ে মামলা চলমান রয়েছে। আদালত থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নালিশা ভুমিতে মনোয়ারা মনিসহ তাদের লোকজনের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু  মনি গং এতে আরো বেপোয়ারা হয়ে উঠে এবং আদালত ও এলাকাবাসীর নিষেধ কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জায়গা দখল করতে যায়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন শাহীন জানান- বিষয়টি শুণেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।