খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিমদের মধ্যে খাবার বিতরণ
তারিখ: ১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং ভয়াবহ ভূমিকম্পের হাত থেকে দেশকে রক্ষায় আল্লাহর দয়া, সাহায্য ও করুনা কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সদকা হিসেবে খাসি কোরবানী, এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার হবিগঞ্জ শহরের আল আমিন হাফিজিয়া মাদ্রাসায় সদকা হিসেবে খাসি কোরবানী, রাজনগর ইসলামীয়া এতিম খানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। 
মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা ওলামাদলের আহবায়ক কাজী কবির হোসেন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহবায়ক আবিদুর রহমান রাকিবসহ দলীয় নেতাকর্মী।