মাধবপুুরে শরীরে ধাক্কা লাগায় ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক
তারিখ: ১-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 মাধবপুরে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েেেছ। এতে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় নোয়াপাড়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এছাড়া ভাংচুরের ঘটনায় দোকানপাটের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার ইটাখোলা মোড়াপাড়া গ্রামের নাজমুল ও ব্যাঙাডোবা গ্রামের তানজিল স্থানীয় একটি কোম্পানীতে কাজ করেন। শনিবার কাজ শেষে কোম্পানীর গেইটে শরীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। গতকাল রোববার দুপুরে নোয়াপাড়া বাজারে বিষয়টি নিয়ে নাজমুল ও তানজিলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ইটাখোলা ও ব্যাঙাডোবা গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  চলে সংঘর্ষ। সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও দোকানপাটে ব্যাপক ভাংচুর করা হয়। এতে নোয়াপাড়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।  তাদেরকে মাধবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া  হচ্ছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাধবপুুর থানার ওসি শহীদ উল্ল্যা বলেন, ‘দুই যুবকের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ  হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।