নবীগঞ্জ প্রতিনিধি ॥
নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণার পাহাড়ি এলাকায় নির্বিচারভাবে পাহাড় কাটা বন্ধ হচ্ছে না। প্রশাসনের শিথিল নজরদারি ও কার্যকর সমন্বয়ের অভাবে দায়িত্বরত দুই দপ্তরই একে অপরের দিকে ঠেলাঠেলি করছে, যার ফলেই পাহাড় কেটে প্রাকৃতিক সৌন্দর্যের অবমূল্যায়ন চলছে। শুক্রবার দুপুরে পানিউমদা ইউনিয়নের ববান চা বাগানের ভেতরে পাহাড় কেটে সমতল করার ঘটনা ধরা পড়ে।
গত এক সপ্তাহ ধরে প্যারাগণ গ্রুপের মালিকানাধীন ববান চা বাগানের ভেতরে একটি সংঘবদ্ধ চক্র প্রশাসনের অনুমতি ছাড়া রাতের আঁধারে পাহাড় কেটে বিভিন্নস্থানে মাটি বিক্রি করে আসছিলো। প্যারাগণ গ্রুপের মালিকানাধীন ববান চা বাগানে পাহাড় কাটার ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। এ ঘটনায় পানিউমদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী দাবী হয়ে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে বাগানের স্বত্বাধিকারী মশিউর রহমান, ম্যানেজার মোস্তফা কামাল আমীর ও টিলাবাবু বিনয় চন্দ্র বর্মণকে আসামি করে নবীগঞ্জ থানায় শনিবার ও রবিবার দুইদফা লিখিত অভিযোগ দেয়া হয়।
তবে নবীগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে মামলা দায়ের হচ্ছে না। স্থানীয়রা বলছেন, “ভূমি অফিস এবং পুলিশ একে অপরের দিকে দৃষ্টি ঘুরাচ্ছে। পাহাড় কাটা বন্ধ করার দায়িত্ব নিতে কেউই তৎপর নয়।” পরিবেশ সংরক্ষণবাদীরা অভিযোগ করছেন, প্রশাসনের এ ঠেলাঠেলির কারণে দিনারপুরের পাহাড়ুটিলা ধ্বংসের ঘটনা ক্রমশ বাড়ছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ একে অপরের দিকে দোষারোপ করছেন। উপজেলা প্রশাসনের দাবী- দুই দফায় লিখিত অভিযোগ থানায় দাখিল করা হয়েছে কিন্তু মামলা রুজু হয়নি। স্থানীয়রা জানান- পাহাড় কাটা বন্ধ করতে না পারলে নবীগঞ্জের শতবর্ষী টিলা পাহাড় ধ্বংসের চিত্র আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে।