হাদির রক্তের শপথ, ফ্যাসিস্টদের বাংলাদেশে কোন জায়গা দেয়া হবে না- শাম্মী আক্তার
তারিখ: ১৪-ডিসেম্বর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি হবিগঞ্জ জেলা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে।
গতকাল বিকাল ৪ টায় মুসলিম কোয়ার্টার থেকে বিশাল মিছিল সারা শহর প্রদক্ষিন করে আশরাফ জাহানের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তারের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম এর সঞ্চালনায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাক্তার আহমুদুর রহমান আবদাল, যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, জেলা বিএনপির নেতা সোহাগ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক কুহিনূর আলম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শেখ মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ ফারুক আহমেদ প্রমুখ।

প্রথম পাতা