স্টাফ রিপোর্টার ॥ “
বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুল কাদির তালুকদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তাঁর দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও কৃষি অফিসার বরাবরে গত ১ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন বলে অভিযোগকারীরা জানান। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষকের দুর্নীতির ফলে স্কুলের তহবিলের আর্থিক গড়মিল রয়েছে, টাকার বিনিময়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ, শির্ক্ষাীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং ক্ষমতার অপব্যবহার করে আসছেন। এতে করে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা মারত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদির তালুকদারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।অভিযোগকারীদের ভাষ্যমতে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হচ্ছেন-উপজেলা কৃষি অফিসার চিন্ময় কর অপু।
প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সম্পর্কে কৃষি অফিসার চিন্ময় কর অপুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে জানতে হলে তাঁর অফিসে যেতে হবে। তিনি বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি নন বলেও জানান।